অনলাইন ডেস্ক : তামাক সেবনের কারণে বিশ্বে প্রতি বছর ৭০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে বাংলাদেশে প্রতি বছর মারা যায় দেড় লাখ মানুষ। আজ বুধবার দুপুরে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে ১৫-৬৮ বছর বয়সী ৪৩ দশমিক ৪ শতাংশ লোক তামাক সেবন করে। সেই হিসেবে দেশের প্রায় ৪ কোটি ৩০ লাখ লোক তামাক সেবন করে। এর মধ্যে ৪৫ শতাংশ পুরুষ, ২৯ দশমিক ৫ শতাংশ নারী এবং ৩ (১৩-১৫ বছর বয়সী) শিশু রয়েছে। এটি বাংলাদেশের জন্য আশঙ্কার কথা।

জাহিদ মালেক বলেন, যারা তামাক সেবন করে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যারা ধূমপান করেন তাদের দ্বারা ধূমপান করে না এমন লোকও ক্ষতিগ্রস্ত হয়। সারা বিশ্বে পরোক্ষ ধূমপানের কারণে নয় লাখ লোক মারা যায়। ধূমপানের সামান্য ধোয়ায় আপনার ব্রেইন ও হার্টের রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে। পরিণামে হতে পারে স্ট্রোক বা হার্ট অ্যাটাক।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ ও স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।