ভারতের অনূর্ধ্ব-১৯ দলকে এক হাত নিলেন কপিল দেব

ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই ম্যাচের ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টিকে ভালোভাবে নেননি কপিল দেব। এই ঘটনার পর তিনি ক্রিকেটকে ‘ভদ্রলোকের’ খেলা বলতেও দ্বিধাবোধ করছেন। তিনি ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার। যাতে ভবিষ্যতে তারা এই কাজ আর করার সাহস না পায়। পাশাপাশি তিনি ভারতের অধিনায়ক, ম্যানেজার ও কোচকেও এক হাত নিয়েছেন।

ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব বলেছেন, ‘কে বলে ক্রিকেট ভদ্রলোকের খেলা? ফাইনাল শেষে যা হয়েছে এরপর ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলা যায় না। বলা যায় কি? ছোট ছোট ছেলেদের মধ্যে সেদিন যা ঘটেছে সেটা সত্যিই ভয়ঙ্কর। ক্রিকেট বোর্ডের তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেওয়া উচিত। যাতে ভবিষ্যতে এই ধরনের ভুল দ্বিতীয়বার না করে। তুমি ম্যাচ হেরেছো। তোমার অধিকার নেই আবার মাঠে যাওয়ার এবং কারো সঙ্গে মারামারি করার।’

হাতাহাতির ওই ঘটনায় বাংলাদেশের তিনজন ও ভারতের দুইজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি। ফাইনাল ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী সংবাদ সম্মেলনে ক্ষমাও চেয়েছিলেন।

বিডি প্রতিদিন/কালাম