গোসলের ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীর গোসলের দৃশ্যের ভিডিও ইন্টারনেটে ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মোঃ মামুন উপজেলার শ্রীপুর ইউনিয়নের নারচর গ্রামের মকবুল আহাম্মদের ছেলে।

মামুনসহ তিনজনকে আসামি করে আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী। অপর দুই আসামি হচ্ছে, মামুনের পিতা মকবুল আহাম্মদ ও সহযোগী একই ইউনিয়নের বারৈয়া গ্রামের রুবেল। বৃহস্পতিবার মামলার বিষয়টি জানাজানি হয়।

এ ব্যাপারে বাদীর আইনজীবী এডভোকেট সোনিয়া জানান, ‘আদালতের নির্দেশে মামলাটি পিবিআই তদন্ত করছে।’ 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ