সাতক্ষীরা: ২৮ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার সৌম্য সরকার। তার হবু বউ খুলনার মেয়ে। বর্তমানে পড়াশোনা করছেন।
সৌম্য সরকারের বাবা ও সাতক্ষীরার সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।
যদিও বুধবার গণমাধ্যমকে সৌম্য সরকার নিজেই জানান, ২৬ ফেব্রুয়ারি তার গায়েহলুদ। আর ২৮ ফেব্রুয়ারি বিয়ে। গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই হবে অনুষ্ঠান।
বিয়ের বিষয়ে সৌম্য সরকারের বাবা কিশোরী মোহন সরকার বলেন, পাত্রী খুলনার। আলোচনা চলছে। ফাইনাল হলেই কেবল নাম বলা যাবে, আগে নয়।
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এএ