নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় এক যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) এর বিচারক শেখ রাজিয়া সুলতানার আদালত ৬ জন স্বাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেন। তবে এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাজীব(৩৩)। সে সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি পশ্চিম আইলপাড়া এলাকার মৃত জামান মিয়ার ছেলে।

এর আগে ২০১৬ সালের ১২ ডিসেম্বর সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালিন সময়ে চৌরাঙ্গি পার্কের সামনে থেকে অস্ত্রসহ রাজিবকে গ্রেফতার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে সময় রাজীবের প্যান্টের ডান পকেট থেকে ১ টি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় মামলা দায়ের করা হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন