সেই থেকে চালক থাকলেও অ্যাম্বুলেন্স নেই ৫০ শয্যার এ হাসপাতালে। একটি অ্যাম্বুলেন্সের অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। বাইরে থেকে অ্যাম্বুলেন্স ভাড়া করতে কয়েকগুণ বেশি টাকা খরচ হচ্ছে স্বজনদের।

হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক মজিবর রহমান জানান, ২০১৭ সালের ২০ ডিসেম্বর রোগী নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় একটি ট্যাংকারের সঙ্গে ধাক্কায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। সেই থেকে অ্যাম্বুলেন্সটি হাসপাতাল কম্পাউন্ডে পড়ে আছে। ২০১৮ সালের ২৫ নভেম্বর বাসাইল উপজেলা থেকে একটি অ্যাম্বুলেন্স আনা হয়। মাসখানেক পর সেটিও বিকল হয়ে যায়। এরপর আর অ্যাম্বুলেন্স আনা হয়নি। 

রোগীর স্বজনরা জানান, ঘাটাইল থেকে রোগী নিয়ে ঢাকায় যেতে সরকারি অ্যাম্বুলেন্সে খরচ হয় দুই হাজার নয়শ টাকা। সেখানে বেসরকারি অ্যাম্বুলেন্স নেয় ছয় হাজার টাকা। ময়মনসিংহ যেতে সরকারি অ্যাম্বুলেন্সে লাগে এক হাজার ছয়শ টাকা, বেসরকারি অ্যাম্বুলেন্সে নেয়া হয় তিন হাজার টাকা। গরিব রোগীদের জন্য এত টাকা দেয়া কষ্টকর। তাই রোগীদের কথা বিবেচনা করে ঘাটাইল হাসপাতালে দ্রুত নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দেয়ার দাবি জানান তারা। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুর রহমান খান বলেন, অ্যাম্বুলেন্স না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। বিষয়টি আমরা বুঝি। গত বছরই অ্যাম্বুলেন্সের চাহিদার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি অল্প সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স পেয়ে যাবো।