অনলাইন ডেস্ক : পদ্মাবত’ ছবিতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় রণবীর সিং মাত করে দিয়েছেন। টিজার থেকে ট্রেলার, প্রথমথেকেই দর্শকদের নজর কেড়েছেন রণবীর। আর ছবি মুক্তির পর তো প্রশংসা, সম্মান প্রাপ্তি তাঁর কঠোর পরিশ্রমকে মর্যাদা দিয়েছে। এর সেই খিলজিরক ভূমিকা রণবীরকে দেখে বান্ধবী দীপিকার কেমন লাগল?

এই প্রশ্নটির উত্তরে দীপিকা জানিয়েছেন, ‘প্রথমবার আমি রণবীরকে খিলজির ভূমিকায় অনস্ক্রিন দেখেছি। কারণ আমাদের একসঙ্গের কোনও দৃশ্য ফিল্মে ছিল না। এই ভূমিকায় আমি আর কাউকে ভাবতে পারিনি রণবীর ছাড়া। ছবিতে খিলজির চরিত্রটি লেখকের তৈরি, তবে রণবীর আলাদা করে তৈরি করে নিয়েছে চরিত্রটিকে। আর চরিত্রের প্রতি সমস্ত রকমের বিচার করেছে সে। দর্শকরা তাঁকে ঘৃণা করেছে , কিন্তু অভিনয়কে ভালোবেসেছে।

দীপিকা বলছেন, বর্তমানে দর্শকরা অনেক বেশি পাল্টাচ্ছেন আগের থেকে। তাঁরা অনেক বেশি সতর্ক। আর তাঁরা খিলজির চরিত্রকে ঘৃণা করলেও রণবীরের অভিনয়ের প্রশংসা করেছেন। দীপিকা জানিয়েছেন,রণবীরের বিষয়ে তিনি ভীষণ ‘প্রটেক্টিভ’।

দীপিকা জানিয়েছেন, যে তিনি রণবীরের বিষয়ে বেশ সৎ। দীপিকা ফিল্মফেয়ার মিডলইস্টের জন্য আপাতত ব্যস্ত রয়েছেন। তিনি পরবর্তী কোন ছবিতে কাজ করতে চলেছেন, তা এখনও প্রকাশ করেননি তিনি।