উইন্ডোজ টেন এক্স এর একটি প্রাথমিক সংস্করণ গত ১১ ফেব্রুয়ারি ডেভেলপারদের দেখার সুযোগ দেয় মাইক্রোসফট। এটি দেখে দ্য ভার্জ এর প্রতিবেদক টম ওয়ারেন নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন-

* উইন্ডোজ টেন এক্স-এ ডার্ক মোড থাকছে। যা অপারেটিং সিস্টেমে নতুন দিগন্ত।

* রিডিজাইন করা হয়েছে স্টার্ট ম্যানুকে। এখানে পাওয়া যাবে না লাইভ টাইলস ভিউ। সেটি বাদ দিয়ে লুককে করা হয়েছে আরো সহজ ও সরল।

* নতুন এ অপারেটিং সিস্টেমে ডেস্কটপ ক্লাস মাল্টিটাস্ক থাকছে। ডিভাইসের যেখানে খুশি সেখানে অ্যাপ রাখতে পারবেন। চাইলে সাইজ ছোট-বড়ও করতে পারবেন। 

* উইন্ডোজের ভয়েজ অ্যাসিসট্যান্ট কর্টানাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তবে কর্টানা থাকবে কী-না তা নিয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।