অনলাইন ডেস্ক : যা নিয়ে ব্যতিব্যস্ত্ম…
গান, মিউজিক ভিডিও এবং পেস্নব্যাক নিয়েই বেশি ব্যস্ত্ম সময় পার করছি। সম্প্রতি শামীমুল ইসলাম শামীমের নতুন ছবি ‘চাঁদনী’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছি। এই গানের শিরোনাম ‘মংলু মদ’। এ ছাড়াও ধ্রম্নব মিউজিকের ব্যানারে ‘কসম’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও শেষ করেছি। এই গানটিতে আমার বিপরীতে মডেল হিসেবে কাজ করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল। সম্ভবত ঈদে গানটি ছাড়া হবে। গানটি সবার ভালো লাগবে বলে বিশ্বাস। আরও বেশ কিছু গান হাতে আছে। সেগুলো ধারাবাহিকভাবে শেষ করব।
গানের বিষয়ে যে বিষয়টি
প্রাধান্য পায়…
আমি সব সময় গানের কথা ও সুরকে প্রাধান্য দিই। কারণ শুধু গান করলে হবে না। শ্রোতাদের হৃদয় দাগ কাটে এমন গান সৃষ্টি করতে হবে।
সংগীতজীবনে প্রাপ্তি …
আমার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে সংগীত। গানের জন্য আজ আমাকে সবাই চেনে। গান গাই বলেই শ্রোতা আর ভক্তদের ভালোবাসায় আজ আসিফ আকবার হয়েছি। পরিবার আর দুই ছেলে নিয়ে অনেক ভালো আছি। এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি কী হতে পারে! তবে সবাই বাংলা গান শুনুন বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখুন।
জীবনে অপ্রাপ্তি…
আমার জীবনে কোনো অপ্রাপ্তি নেই। আমি আমার মতো সাধারণভাবে থাকি। তবে একটা বিষয় খুব খারাপ লাগে। গান নেই, গলা নেই ইউটিউবে বুস্ট মেরে অনেকেই শিল্পী হয়ে যাচ্ছে। আসলে গান একটা সাধনের বিষয়। তাদের জন্য আমাদের হেয় হতে হয়। তবে নতুনদের মধ্যে অনেকে আবার অনেক ভালো করছে। সবার কাছে অনুরোধ থাকবে, দেশীয় সংস্কৃতি কেউ নষ্ট করো না। সবার জন্যই আমার শুভ কামনা।
একশ বাহাত্তর শব্দের গল্প…
ফেসবুকের লাইক পেজে জীবনের নানা প্রসঙ্গ ও নানা স্মৃতি আমার শ্রোতাপ্রিয়দের জানানোর চেষ্টা করেছি মাত্র। অনেক বন্ধু সুযোগ পেলেই এই বিষয় নিয়ে বেশ মজা করে। তাদের আগেই আমি হেসেই বলে দিই ‘একশ বাহাত্তর শব্দের গল্প’ ঠিক তো (হাসি)।
ভবিষ্যৎ পরিকল্পনা…
নিজের একটি স্টুডিও আছে। গানের পাশাপাশি প্রতিনিয়ত যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন গান তৈরি করার চেষ্টা করছি। গান সব সময় আমার জীবনের একটি অংশ ছিল থাকবে। এককথায় আমৃতু্য গান করে যেতে চাই।