বুধবার সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক তার পরিচয় পাওয়া যায়নি। তিনি নেশাগ্রস্ত ছিলেন বলে ধারণা স্থানীয়দের।
রানাগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল জানান, সন্ধ্যায় নান্দিনা জেনারেল হাসপাতালের পেছনের নর্দমায় মরদেহটি দেখে স্থানীয়রা তাকে জানায়। পরে তিনি পুলিশকে খবর দেন।
সদর থানার ওসি সালেমুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। কে বা কারা মরদেহটি এখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।