দর্পণ ডেস্ক : দুঃখজনক হলেও সত্য- টেলিভিশন রিয়েলিটি শো টিআরপি বাড়ানোর জন্য অনেক সময় ঘটনা সাজায়। যার সাম্প্রতিকতম উদাহরণ হলো- বলিউডের প্রখ্যাত সংগীত শিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে (আদিত্য নিজেও গায়ক) এ সময়ের জনপ্রিয় গায়িকা নেহা কাক্করের বিয়ে।
বলা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে এই যুগলের। তবে এ খবরে আকাশ থেকে পড়েছেন উদিত নারায়ণ! বলিউড হাঙ্গামার প্রতিবেদককে জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।
উদিত নারায়ণ বলেছেন, ‘আদিত্য আমাদের একমাত্র ছেলে। সে কবে বিয়ে করবে সেজন্য আমরা অধির আগ্রহে অপেক্ষা করছি। এই বিয়ের গুজব যদি সত্য হয়, তাহলে আমি এবং আমার স্ত্রী বিশ্বের সবচেয়ে সুখী বাবা-মা হবো। তবে আদিত্য এ ব্যাপারে আমাদের কিছুই জানায়নি।’
ঠিকই তো, আদিত্য যদি বিয়ে করে তাহলে বাবা-মাকে জানাবে না? এই প্রশ্নের জবাবে উদিত নারায়ণ বলেছেন, ‘আসলেই তাই।’
প্রখ্যাত এই সংগীতশিল্পী আরো যোগ করেন, ‘আমার মনে হয় নেহার সঙ্গে আদিত্যের প্রেম এবং বিয়ের গুঞ্জন সৃষ্টি করা হয়েছে কেবল ইন্ডিয়ান আইডলের টিআরপির জন্য। অনুষ্ঠানটি উপস্থাপনা করছে আদিত্য। বিচারকের আসনে রয়েছে নেহা। তবে আমি চাই বিয়ের এই গুজব যেন সত্যি হয়। নেহা খুবই মিষ্টি মেয়ে। তাকে পুত্রবধূ হিসেবে পেলে আমরা খুশি হবো।’