অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন থেকে বিএনপি নেতাদের শিক্ষা নেওয়া উচিত। বিএনপি নেতারা জনগণের মতকে মিসলিড (ভুলপথে চালিত করা) করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে তাৎক্ষণিক প্রক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন হেরে গিয়ে পাগলের প্রলাপ বকছে। এ হেরে যাওয়ায় তারা বুঝেনি যে, হেরে যাবে। সামনে আরও বড় বড় হার তাদের জন্য অপেক্ষা করছে। জনবিচ্ছিন্ন হলে রাজনীতিতে কোথায় গিয়ে দাঁড়াতে হয় বিএনপি খুলনা থেকে আশা করি শিক্ষা নেবে এবং তাদের নেতিবাচক রাজনীতি যে দেশের মানুষ পছন্দ করে না, সেটা সামনের দিনগুলোয় আরও ভালোভাবে বুঝতে পারবে। এর আগে দুপুরে সংবাদ সম্মেলন করে দলের যুগ্ম