নাটোর প্রতিনিধি
নাটোরে অসহায় মানুষের মাঝে সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীতবস্ত্র বিতরণ করছে। রোববার রাতে শহরের নারদ নদ সংলগ্ন বিভিন্ন বস্তি এলাকায় বসবাসকারী পরিবারের মাঝে প্রায় ৪০০ কম্বল বিতরণ করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইডিইবি নাটোর জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোস্তফা কামাল এবং সংগঠনের উপদেষ্টা আব্দুস সাত্তার ও রেজাউল করিম। এছাড়াও প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত প্রায় ৪০ হাজার কম্বল জেলা ও উপজেলা প্রশাসন বিতরণ করেছে। অনলাইন সামাজিক সংগঠন ‘উদ্যোক্তা পরিবার’ এর পক্ষ থেকেও জেলার তিনটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।