দর্পণ ডেস্ক : নেইমার বার্সেলোনায় থাকতে সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তিনজনের কাতারে দুইবার উঠেছিলেন ব্রাজিলিয়ান তারকা । ২০১৫ এবং ২০১৭ সালে হয়েছিল তৃতীয়। কিন্তু বার্সেলোনা ছাড়ার পর থেকেই যেন হারাতে শুরু করেছেন বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার। গত দুই মৌসুমে তো সেরা দশের তালিকাতেও নেই তার নাম।
বিশ্বসেরা ফুটবলার হওয়ার জন্যই মূলত বার্সা ছেড়ে পিএসজিতে গেলেন ব্রাজিলের এই তারকা। কিন্তু সেখানে তো নিজেকে হারিয়েই ফেলেছেন বলতে গেলে। এমন পরিস্থিতিতে নেইমার গত দলবদলে সর্বোচ্চ চেষ্টা করেছেন পিএসজি ছেড়ে আবারও বার্সায় যাওয়ার। কিন্তু দুই ক্লাবের মধ্যে সমঝোতা না হওয়ায় প্যারিসেই থেকে যেতে হলো তাকে।
কিন্তু নেইমারকে যদি আবারও সেরা হতে হয়, তাহলে তাকে পূনরায় স্পেনেই ফিরে যেতে হবে বলে মন্তব্য করেছেন তার সাবেক কোচ উনাই এমেরি। পিএসজিত খেলতে এসে কোচ হিসেবে এই এমেরিকেই পেয়েছিলেন নেইমার।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেইমারের মধ্যে বিশ্বসেরা হওয়ার সব উপাদানই রয়েছে। কিন্তু তাকে এ জন্য আবারও স্পেনে ফিরে যেতে হবে।’ নেইমারকে পেয়ে ফ্রান্সে সেরা হতে পেরেছিল পিএসজি। কিন্তু নেইমারকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার যে স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়ন হয়নি।
তবুও উনাই এমেরি বলেন, ‘আমার কোচিং জীবনে যত খেলোয়াড়কে পেয়েছি, নিঃসন্দেহে নেইমারই হচ্ছে সেরা। আমার মনে হয়, এখনই তাকে ফ্রান্স ছেড়ে স্পেনে চলে যাওয়া উচিৎ হবে।