দর্পণ ডেস্ক : তুরাগ নদীর তীরে আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর দুই-তিন দিন আগেই ময়দানে প্রবেশ শুরু করেছেন মুসল্লিরা। তাবলিগ জামাতের তিন দিনব্যাপী এ ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। এরই মধ্যে পৌঁছে গেছেন কয়েক হাজার ধর্মপ্রাণ মানুষ।

ইজতেমা আয়োজকরা জানান, এবার দেশের ৬৪ জেলার মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দান ৯২টি খিত্তায় ভাগ করা হয়েছে। মুসল্লি বেশি হয়ে গেলে তাদের জন্য আরও পাঁচটি খিত্তা রিজার্ভ রাখা হয়েছে।
আয়োজক কমিটির ধারণা, গতবারের চেয়ে এবার কয়েকগুন বেশি মুসল্লি ময়দানে অবস্থান নিবেন। ১০ জানুয়ারি শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।
এরপর ৪ দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ১৭ জানুয়ারি শুরু হয়ে ১৯ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে।

এদিকে, বিভিন্ন জেলার মুসল্লিদের তাদের সামানা নিয়ে ময়দানে অবস্থান করতে দেখো গেছে।