কুয়াকাটা সমুদ্র সৈকতে মাদক প্রতিরোধে বিচ
ম্যারাথন দৌড়াও বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) র‌্যাব
ফোর্সেস আয়োজিত এ মাদক বিরোধী ক্যাম্পেইনে পটুয়াখালী ও বরগুনার জেলার
বিভিন্ন স্কুল, কলেজের প্রায় বরো’শ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ
অংশগ্রহন করেন।

‘বিচ ম্যারাথন’ দৌড়াও বাংলাদেশে অংশ নিয়ে র‌্যাব ডিজি বেনজির আহমেদ বলেন,
’মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা
করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত
রাখতে হলে এ তিন অভিশাপ রুখে দিতে হবে।’

মাদকের বিরুদ্ধে সবার জোরদার ভূমিকা প্রত্যাশা করে বেনজীর আহমেদ আরও
বলেন, ’সমাজকে মাদকমুক্ত করার দায়িত্ব শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর একার নয়। মাদকের বিরুদ্ধে সবারই সামাজিক দায়িত্ব রয়েছে। সবাই
একসঙ্গে এগিয়ে এলে আমরা দ্রুতই মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবো।’

অভিভাবকদের উদ্দেশ্যে র‌্যাব ডিজি বলেন, পরিবারকে নজর রাখতে হবে, যেন
সন্তানরা মাদকের সঙ্গে জড়িয়ে না যায়। মাদকে জড়িয়ে গেলেও তাকে ফিরিয়ে আনার
উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। সমাজ-রাষ্ট্রের সব শ্রেণি-পেশার মানুষকে
মাদকের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে।’

বেনজীর আহমেদ বলেন, ’মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্যই আজকের এ বীচ
ম্যারাথন। আগামী দিনগুলোতে অবশ্যই মাদককে আমরা পরাজিত করবো, আজকে এই হোক
প্রতিজ্ঞা।’

এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, দৌড়াও
বাংলাদেশ’ শিরোনামে কুয়াকাটা সমুদ্র সৈকতে ১০ কিলোমিটার এ ম্যারাথনের
উদ্বোধন করেন র‌্যাব ডিজি। এরপর তিনি নিজেও বিচ ম্যারাথনে অংশ নেন।