This handout picture taken and released by Indonesia's national search and rescue agency (BASARNAS) on December 24, 2019 shows rescue personnel retrieving a victim after a bus careered into a 150-metre deep ravine and ended up in a river killing dozens, near Perahu Dipo village in Pagar Alam, South Sumatra. - At least two dozen people died and 13 others were injured after a bus plunged into a ravine in Indonesia, police said. (Photo by Handout / BASARNAS / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / BASARNAS" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS
দর্পণ ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস গিরিখাদে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৩ জন।
পুলিশের মুখপাত্র ডলি গামারা এএফপি’কে বলেন, রাস্তার খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি পড়ে যায়। নদীর ৫০০ ফুট গভীরে বাস চলে গেছে। ১২০ জন উদ্ধারকর্মী আহতদের উদ্ধারে কাজ করছেন।
বাসটি সুমাত্রার বেংকুলু শহর থেকে পালেমবাংয়ে যাচ্ছিল। বাসটিতে ৩৭ জন যাত্রী ছিল।