দর্পণ ডেস্ক : অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। অভিনয়ের মাধ্যমে বেশি পরিচিতি পেলেও তিনি আসলে গানেরও মানুষ। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত থাকায় অভিনয়ে অনিয়মিত। এবার পুত্র যাভীরের সঙ্গে লাকী আখান্দের গাওয়া শ্রোতাপ্রিয় ‘আবার এল যে সন্ধ্যা’ গানে কণ্ঠ দিলেন তিনি।
গত রোববার দুপুরে ঢাকার মোহাম্মদপুর রিং রোডে সংগীত পরিচালক মেহেদীর স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন ঈশিতা ও তার ছেলে যাভীর। কথা ও সুর ঠিক রেখে গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মেহেদী। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। গত সোমবার ভিডিওটির দৃশ্যধারণের কাজ হয়েছে। এটি পরিচালনা করেছেন মঞ্জু আহমেদ। আগামী বছরের শুরুতে জি–সিরিজের ব্যানারে প্রকাশিত হবে গানটি।
ঈশিতার ছেলে যাভীর দৌলার বয়স ১০ বছর। নগরীর একটি বেসরকারি স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। চার বছর ধরে গিটার শিখছে সুজা ইসলামের কাছে। তার কাছ থেকে গানের তালিমও নিচ্ছে যাভীর।
২০০০ সালে বিয়ে করে সংসারী হন ঈশিতা। তারপর এ অভিনেত্রীর ঘর আলো করে আসে পুত্রসন্তান যাভীর। ২০১৫ সালের ১ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন ঈশিতা। তাদের নিয়ে অনেকটা সময় ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। ঈশিতা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন।