দর্পণ ডেস্ক : আইপিএলের নিলাম এবার হতে যাচ্ছে কলকাতায়। ১৯ ডিসেম্বর আইপিএলের নিলামে উঠতে নিবন্ধন করেছেন ৯৭১ ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটার আছেন ৭১৩, বিদেশি ২৫৮। এই ২৫৮ ক্রিকেটারের মধ্যে আছেন বাংলাদেশের ৬ বাংলাদেশি ক্রিকেটার।

সেই ছয় ক্রিকেটার হলেন, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।

আইসিসির দেয়া এক বছরের নিষেধাজ্ঞার কারণে এবারের আসরে খেলতে পারছেন না আইপিএলের নিয়মিত মুখ সাকিব আল হাসান। এবারের ৬ জনের মধ্যে কেবল তামিম আর মুস্তাফিজের আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। তামিম ২০১২ সালে পুনে ওয়ারিয়র্সের স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ হয়নি। আর মুস্তাফিজ খেলেছেন তিনবার।

আইপিএলের অফিশিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, ৯৭১ ক্রিকেটারের মধ্যে ৭৩ জনের দল পাওয়ার সুযোগ হবে।