দর্পণ ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর ফুটপাত অবৈধ দখল মুক্ত করতে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব-উল-আহসানের নেতৃত্বে চরপাড়া মোড় থেকে ভার্টিকাশর মোড় পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
৩ নভেম্বর মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফুটপাতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করাসহ সংশ্লিষ্ট আইনে জরিমানা ও সর্তকবার্তা জারি করা হয়। অভিযান পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটের সাথে ছিলেন সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, জাভেদ ইকবাল, সার্ভেয়ার সিদ্দিক, সহযোগী মাসুমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যরা। পরে সিটি কর্পোরেশনের খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সাংবাদিকদের জানান, আধুনিক ও পরিষ্কার পরিচ্ছন্ন নগরী করতে ফুটপাত দখলমুক্ত করাসহ যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।