পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে
আটক চার বখাটে মো. সরোয়ার হোসেন (২০) নোমান (২০) হাসান গাজী (২১) ও
নাজমুল (২০) কে মঙ্গলবার সকালে (৩ডিসেম্বর) আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শহারিয়ারের আদালত তাদের
জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এর আগে সোমবার অপরাহ্নে মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে উপজেলার নীলগঞ্জ
ইউনিয়নের তাহেরপুর গ্রামের টিলারের কাছে চার বখাটে তার গতিরোধ করে
শ্লীলতাহানির চেষ্টা চালায়। এসময় স্থানীয়রা বখাটেদের আটক করে পুলিশে
সোপর্দ করে। আটককৃত বখাটেদের বাড়ী একই ইউনিয়নের কুমিরমারা গ্রামে। এ
ঘটনায় সোমবার সন্ধ্যায় শিক্ষার্থীর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় নারী ও
শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. আলমগীর
হোসেন জানান, ’নীলগঞ্জের দৌলতপুর সালেহিয়া আলিম মাদ্রাসার নবম শ্রেনীর ওই
শিক্ষার্থী মাদ্রাসা থেকে ক্লাশ করে বাড়ী ফেরার পথে তাহেরপুর গ্রামের
টিলারের কাছে চার বখাটে তার গতিরোধ করে যৌন হয়রানী করে। এ ঘটনায়
দায়েরকৃত মামলা তদন্তাধীন।’