দর্পণ ডেস্ক : নেপালের অঞ্জলি চাঁদ দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে নারী ক্রিকেট টি-টোয়েন্টিতে বিরল বোলিং নৈপুণ্য দেখিয়েছেন। জায়গা করে নিয়েছেন ইতিহাসের পাতায়! মালদ্বীপের বিপক্ষে বোলিং করেছেন মাত্র ২.১ ওভার। রানও দেননি একটিও। নিয়েছেন ৬ উইকেট! স্বাগতিক নেপাল তার বোলিং নৈপুণ্যে মালদ্বীপকে ১০ উইকেটে হাঁরিয়ে ক্রিকেটের এই ইভেন্টে শুভ সূচনা করেছে । টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৬ রানে গুঁড়িয়ে যায় মালদ্বীপ। দলের দুজন ছাড়া কেউই রানের খাতা খুলতে পারেননি!

নেপালের বোলারদের মধ্যে ১৩ বলে করে বিনা রানে ৬ উইকেট নেন অঞ্জলি। টি-টোয়েন্টি ক্রিকেট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম কেউ কোনো রান না দিয়ে ৬ উইকেট নিলেন !

জবাবে মাত্র ৫ বলে কোনো উইকেট না হারিয়ে জয়ের জন্য ১৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় মালদ্বীপ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ম্যাচে এত কম ওভারে কোনো দল জিতেছে বলে রেকর্ডে নেই।