দর্পণ ডেস্ক : উপমহাদেশের অন্যতম দুই গায়িকা আশা ভোঁসলে ও রুনা লায়লা প্রথমবারের মতো একই ছবিতে প্লেব্যাক করছেন। ‘ভালোবাসা সত্যি নয়’ নামে নির্মিতব্য একটি সিনেমার গানে পাওয়া যাবে তাদের কণ্ঠ।
১ ডিসেম্বর ছবিটির মহরত অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। এতে নায়ক হিসেবে থাকছেন চলচ্চিত্র অভিনয়শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।
বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশনের উন্মুক্ত মাঠে আয়োজিত মহরতে জানানো হয়, মাল্টিলিংকেস প্রোডাকশনের প্রযোজনায় ছবিটি নির্মিত হতে যাচ্ছে। ২০ ডিসেম্বর থেকে এফডিসিতে শুরু হবে ছবির শুটিং। এটি পরিচালনা করবেন এফআই মানিক।
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক ও পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলমসহ অনেকে।
জায়েদ খান বলেন, ‘ছবিটি এইডস সচেতনতা নিয়ে তৈরি হবে। ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। সেজন্য ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো এই দিনে। এখনও নায়িকা চূড়ান্ত হয়নি। দ্রুতই সেটি হবে।’
‘ভালোবাসা সত্যি নয়’ রোমান্টিক প্রেমের ছবি। এর মাধ্যমে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরছেন এফআই মানিক।