দর্পণ ডেস্ক : যুক্তরাজ্য লন্ডন ব্রিজে হামলাকারী যুবকের পরিচয় প্রকাশ করেছে। পুলিশ বলছে, ওই ব্যক্তির নাম উসমান খান (২৮)। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেল খেটেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২৯ নভেম্বর) স্থানীয় সময় দুপুরে লন্ডন ব্রিজের ওপর বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করেন উসমান। এ ঘটনায় একজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন তিনজন। পরে ব্রিজের একপাশে কয়েকজন পথচারীরা মিলে তাকে মাটিতে ফেলে দেয়। একজন পুলিশ কর্মকর্তা এসে ওই পথচারীদের সরে যাওয়ার ইঙ্গিত দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে গুলি ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই উসমানের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, উসমান খান নামের ওই ব্যক্তিকে ২০১২ সালে সন্ত্রাসের দায়ে কারাদণ্ড দেয়া হয়েছিল। জনসুরক্ষার জন্য তাকে অন্ততপক্ষে আট বছরের কারাদণ্ড দেয়া হয়।

তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে, তিনি লন্ডন স্টক এক্সচেঞ্জে বোমা হামলার পরিকল্পনা করেছেন। মোট নয়জনের ওই গ্রুপটি আরও কিছু হামলার পরিকল্পনা করেছিল। ২০১৩ সালে আপিল আদালত ওই রায় বাতিল করে তাকে ১৮ বছরের কারাদণ্ড দেয়, যার মধ্যে অন্তত অর্ধেক সময় কারাগারে কাটাতে হবে।

যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের প্রধান নেইল বসু বলেন, ২০১২ সালে একটি সন্ত্রাসী ঘটনায় উসমানকে কারাদণ্ড দেয়া হয়। ২০১৮ সালের ডিসেম্বরে শর্ত সাপেক্ষে কারাগার থেকে মুক্তি পান তিনি। উসমানের আবাসস্থল স্ট্যাফোর্ডশায়ারে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে। এ হামলায় আর কেউ জড়িত কিনা, দেখা হচ্ছে। তবে জনসাধারণের জন্য আর কোনো ঝুঁকি নেই।

দ্য টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে একটি ইলেকট্রনিক ট্যাগ লাগিয়ে রাখার শর্তে গত বছর কারাগার থেকে উসমানকে মুক্তি দেয়া হয়। এর মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করবে পুলিশ। এর আগে ২০১৭ সালের জুনে লন্ডন ব্রিজ ও বারো মার্কেটে হামলা করা হয়েছিল। এ ঘটনায় অন্তত সাতজন নিহত হয়।