জাতীয় প্রেসক্লাব থেকে কর্মসূচি পালন করে বের হওয়ার সময় বিএনপির ৩ নেতাকে আটক করেছে পুলিশ। বেলা সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠানে এসেছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, এডভোকেট আলম এবং অ্যাডভোকেট তৌহিদ।
অনুষ্ঠান শেষ করে তারা প্রেসক্লাব থেকে বের হতে গেলে ওই সময় পুলিশ তাদের আটক করে। রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এসএম শামীম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এ বি এম মোশাররফ হোসেনসহ ৩ জনকে আটক করা হয়েছে।
আটকের বিষয়ে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আটকের খবর শুনেছি । তবে এখনও বিস্তারিত কিছু জানি না । খোঁজ নিয়ে পরে জানাচ্ছি।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, তিনজনকে আটক করা হয়েছে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আটক তিনজন দলবল নিয়ে কোনো অরাজকতা ঘটাতে পারে। সেজন্য তাদের আটক করা হয়।
সম্প্রতি হাইকোর্টের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হতে পারে বলে জানা গেছে।