কুয়াকাটা পৌর  আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আঃ বারেক মোল্লাকে সভাপতি

ও  মনির আহম্মেদ ভূইয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় কুয়াকাটা পৌর আওয়ামীলীগের উদ্যোগে পর্যটন হলিডে হোমস মাঠে

অনুষ্ঠিত সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
আ: বারেক মোল্লার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন
স্থানীয় সাংসদ অধ্যক্ষ মো: মহিববুর রহমান মহিব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা
চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, উপজেলা মহিলা আওয়ামীলীগের
আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আকতার রেখা, উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি
অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিস্বাস, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সৈয়দ
নাসির উদ্দিন, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার প্রমূখ।

এর আগে সম্মেলনে শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ত্রি-বার্ষিক
সম্মেলনের উদ্বোধন করেন অধ্যক্ষ মো: মুহিববুর রহমান মুহিব। এরপর কুয়াকাটা
পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রধান অতিথি সহ অন্যান্য
অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।