দর্পণ ডেস্ক : ভারতে ভ্রমণে অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় বেশি যান বাংলাদেশিরা। গত কয়েক বছরে ভারতের পর্যটনের হিসাব-নিকাশের পর এ তথ্য জানিয়েছে দেশটির পর্যটন মন্ত্রণালয়।

২০১৮ সালে ভারতে যেসব বিদেশি পর্যটকরা যান, তাদের মধ্যে বাংলাদেশের পরই মার্কিন ও ব্রিটিশ নাগরিকরা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির পর্যটন মন্ত্রণালয়ের তথ্য বলছে, ভারতে বিদেশি পর্যটক যাওয়ার পরিমাণ ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে ক্রমাগত বেড়েছে। এ সময়কালে বেড়েছে বিদেশি মুদ্রার আমদানিও।

দেশটির ২৯টি রাজ্যের মধ্যে ২০১৮ সালে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক যান তামিলনাড়ুতে, এ সংখ্যা ৬০ লাখেরওে বেশি।

তামিলনাড়ুর পরই রয়েছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের স্থান। মহারাষ্ট্রে ২০১৮ সালে ৫০ লাখের বেশি পর্যটক যান, উত্তর প্রদেশে এ সংখ্যা ৩৭ লাখ।

২০১৭ সালে বাংলাদেশ থেকে পর্যটক যাওয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সে বছর মোট বাংলাদেশি পর্যটকের সংখ্যা ছিল ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭। তার আগের বছর এ সংখ্যাটা ছিল ১২ লাখ ৮০ হাজার ৪০৯। ২০১৮ সালে এ সংখ্যাটা বেড়ে হয় ২২ লাখ ৫৬ হাজার ৬৭৫।

উল্টো দিকে পাকিস্তান থেকে যাওয়া পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০১৬ সালে ভারতে যাওয়া পাকিস্তানি পর্যটকের সংখ্যা ছিল ১ লাখ ৪ হাজার ৭২০। ২০১৭ সালে সে সংখ্যা কমে দাঁড়ায় ৪৪ হাজার ২৬৬। ২০১৮ সালে পাকিস্তানি পর্যটকের সংখ্যা আরও কমে হয় ৪১ হাজার ৬৫৯।