গোফরান পলাশ, পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তানভির আহম্মেদ সোহাগ (৩৬) কে
গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স কম্পাউন্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। তানভির আহম্মেদ সোহাগ
গলাচিপা পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত মোঃ সোহরাব হাওলাদাররের ছেলে।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৫ই নভেম্বর
সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
ভেতর অভিযান চলিয়ে ইয়াবা সহ তানভির আহম্মেদ সোহাগকে গ্রেফতার করে।

এ ঘটনায় সোহাগ’র বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।