পিজুষ হীরা (খুলনা প্রতিনিধি): খুলনা নগরীর শান্তিধাম মোড় থেকে ৫৩৮পিস ইয়াবাসহ গ্রেফতার মাদক সম্রাট মো.শাহাজাহান হাওলাদার (৫৪) এর ২ দিনের রিমা- মঞ্জুর করেছে আদালত । গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম রিমান্ডের আদেশ প্রদান করেছেন ।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো: মমতাজুল হক বলেন, গতকালই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিধান চন্দ্র রায় শাহাজাহানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত গতকাল শুনানী শেষে দু’দিনের রিমা- মঞ্জুর করে।
মামলার বিবরণে জানা যায়, ১১ নভেম্বর দুপুর ১টার দিকে নগরীর শান্তিধাম মোড়ে অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই শক্তিপদ মৃধা। এসময় চাইনিজ কর্ণার থেকে মাদক সম্রাট শাহাজাহানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আনিস নগরের একটি বাড়ি থেকে ৫৩৮পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে শাহাজাহানের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা হয়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.