দর্পণ ডেস্ক : মোদি মন্ত্রিসভা থেকে শিবসেনা সদস্য অরবিন্দ সাওন্ত পদত্যাগ করলেন। দক্ষিণ মুম্বাই থেকে শিবসেনার হয়ে লোকসভায় নির্বাচিত সাওন্ত ভারী শিল্প মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

দীর্ঘ জলঘোলার পরে রোববারেই বিজেপি রাজ্যপালকে জানিয়ে দেয় মহারাষ্ট্রে তারা সরকার গড়বে না। এর পরেই রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে শিবসেনাকে সরকার গঠনের জন্য বলেন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে শিবসেনাকে।

এই সময়ের মধ্যে সরকার গঠনের সংখ্যা অর্জনের জন্য জোর তৎপরতা চলছে। শিবসেনার তরফ থেকে এনসিপি এবং কংগ্রেসের সমর্থন নেওয়ার চেষ্টা জারি রয়েছে। শারদ পাওয়ারের দল আগেই জানিয়ে দিয়েছিল, শিবসেনা এনডিএ ছেড়ে বেরিয়ে এলেই তারা সমর্থন দেবে। সেই পথেই হাঁটতে চলেছে শিবসেনা। মনে করা হচ্ছে সেই কারণেই মন্ত্রি‌ত্ব ছাড়লেন অরবিন্দ সাওন্ত। নরেন্দ্র মোদি মন্ত্রিসভায় শিবসেনার একজনই সদস্য ছিলেন।

গত অক্টোবরে মহারাষ্ট্র বিধানসভার নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ১০৫ টি আসন, সঙ্গী শিবসেনা পেয়েছিল ৫৬ টি আসন। এছাড়াও এনসিপি ৫৪ এবং কংগ্রেস ৪৪ টি আসন পেয়েছে। প্রথমে রাজ্যপাল বৃহত্তম দল হিসেবে বিজেপিকে ডেকেছিল। শুরুতে মনে করা হয়েছিল জোট বেঁধে ভোট লড়া বিজেপি ও শিবসেনা সরকার গড়বে।

কিন্তু দীর্ঘ সময় ধরে দুই দলের মধ্যে সমঝোতা না হওয়ায় এখন পর্যন্ত মহারাষ্ট্রের সরকার গড়া নিয়ে অনিশ্চয়তা চলছে। রাজনৈতিক মহল মনে করছে সোম‌বার সরকার গঠন নিয়ে নতুন সমীকরণ গড়ে উঠবে।