জয়ের জন্য বাংলাদেশকে ১৭৫ রানের চ্যালেঞ্জ দিল ভারত। রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে দ্রুত ফিরলেও লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার ভারতকে নিয়ে গেছেন বড় স্কোরের পথে। ৩৫ বলে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন রাহুল। শূন্য রানে জীবন পেয়ে শ্রেয়াস চোখধাঁধানো সব শটে করেছেন ৩৩ বলে ৬২।
বাংলাদেশের হয়ে সৌম্য সরকারের বোলিং ছিল দারুণ বোনাস। আল আমিন, শফিউলও ছিলেন যথেষ্ট কার্যকর। কিন্তু আবারও হতাশ করেছে মুস্তাফিজ। নিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে দুটি করে উইকেট পাওয়া আমিনুল এবার উইকেটশূন্য।
মন্থর উইকেটে এই রান তাড়া করা বাংলাদেশের জন্য হবে অনেক বড় পরীক্ষা। তবে শিশির পড়তে পারে পরের দিকে। ভারতের বোলিং আক্রমণে একজন বোলারের কমতিও আছে। এসবই বাংলাদেশের আশার জায়গা।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ১৭৪/৫ ( রোহিত ২, ধাওয়ান ১৯, রাহুল ৫২, শ্রেয়াস ৬২, পান্ত ৬, মনিশ ২২*, দুবে ৯*; আল আমিন ৪-০-২২-১, শফিউল ৪-১-৩২-২, মুস্তাফিজ ৪-০-৪২-০, আমিনুল ৩-০-২৯-০, সৌম্য ৪-০-২৯-২, আফিফ ১-০-২০-০)।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আল আমিন, শফিউল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ : রোহিম শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মনীষ পাণ্ডে, ঋষভ প্যান্ট, শিভম ডুবে, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজবেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।