দর্পণ ডেস্ক : সংগীতশিল্পী পড়শী প্রায় চার বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার পরাণও যাহা চায়’ গানটি গেয়েছিলেন। এবার কণ্ঠ দিলেন তিনি নজরুলের গানে। ‘আপনার চেয়ে আপন যে জন’ শিরোনামের গানটিতে সন্ধীর সংগীত পরিচালনায় সম্প্রতি তিনি কণ্ঠ দিয়েছেন বলেন জানান। পড়শী বলেন, এর আগে রবীন্দ্রসংগীত গেয়েছি। বেশ সাড়া পেয়েছিলাম। সে অনুপ্রেরণা থেকে এবার নজরুলের গানে কণ্ঠ দিলাম। কতটুকু শুদ্ধ হয়েছে, এর বিচার করবেন শ্রোতারা। গানটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবো। ভিডিও নির্মাণ করবেন রম্য খান।
এদিকে আগামী মাসে আসছে পড়শীর নতুন গান। প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানার থেকে তার নতুন একটি গান প্রকাশ হবে। এর কথা-সুর করেছেন শিল্পী নিজেই। দীর্ঘ ৯ বছর পর আবারো নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন পড়শী। ২০১০ সালে নিজ নামে প্রকাশিত প্রথম একক অ্যালবামে ‘উদাস দুপুর’ গানটির কথা ও সুর করেছিলেন তিনি।