দর্পণ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর অস্ত্র ও মাদক আইনে করা দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার এক শুনানি শেষে অস্ত্র ও মাদক মামলায় ৫ দিন করে মোট ১০ দিন রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল।
এর আগে রাজধানীর ওয়ারী থানায় অস্ত্র ও মাদক আইনে করা দুই মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিন করে ১৪ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে আদালত এই দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে র‌্যাব বাদী হয়ে রাজধানীর ওয়ারী থানায় মঞ্জুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দু’টি মামলা দায়ের করে।

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার এ. বি. এম. ফয়জুল ইসলাম গণমাধ্যমকে জানান, কাউন্সিলর মঞ্জুর কার্যালয় থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। ওয়ারী থানায় দায়েরকৃত মামলা নম্বর-২৬ ও ২৭।

উল্লেখ্য, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।