দর্পণ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে পালন করা হয়েছে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০১৯। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হাত ধোয়া অনুশীলন ও ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক’- এ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড শাহ-ই আলম বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম র্যালিতে নেতৃত্ব দেন।
জনস্বাস্থ্য প্রকৌশলী রায়হান হোসেন, মৎস্য কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, সমাজ সেবা কর্মকর্তা রায়হান কবির, ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস, ব্রাক কর্মকর্তা দেলোয়ার হোসেন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।