দর্পণ ডেস্ক : পুলিশের সঙ্গে কাজ করি, মাদক, জঙ্গি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়ি। এই স্লোগান নিয়ে বকশীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। পুলিশিং ডে উপলক্ষে উপলক্ষে শনিবার সকালে থানা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিক্ষক, মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, ইমাম, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে এই সভার আয়োজন করে বকশীগঞ্জ থানা পুলিশ। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হযরত আলীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কমিউনিটি পুলিশিংয়ের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুমা ইয়াছমিন স্মৃতি, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, ওসি তদন্ত তাহেরুল ইসলাম, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, সারমারা নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ওমর আল ফারুক, মেরুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর সবুজ, মেরুরচর হাছেন আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক এম শাহীন আল আমীন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, দলিল লেখক লাভলু মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হযরত আলীর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।