দর্পণ ডেস্ক : ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা গানের পাশাপাশি মাঝেমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন। এবার শিশুদের শিক্ষার উন্নয়নে তাদের পাশে দাঁড়িয়েছেন তিনি। আর সেটা করছেন নিজের সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ এর মাধ্যমে। এরইমধ্যে কাজ শুরু করে দিয়েছেন সালমা। ২৮ অক্টোবর ময়মনসিংয়ের হালুয়াঘাটের বড়াদাশপাড়া প্রাইভেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলার সরঞ্জামাদি বিতরণ করেন তিনি। এখন থেকে এ ফাউন্ডেশনের মাধ্যমে নিয়মিত শিশুসহ সবার শিক্ষা নিশ্চিত করতে কাজ করবেন সালমা। এ শিল্পীর এমন কাজে পূর্ণ সহযোগিতা করছেন তার স্বামী অ্যাডভোকেট সানাউল্লাহ নূরে সাগর। বিষয়টি নিয়ে সালমা বলেন, জীবনের নতুন অধ্যায় শুরু করলাম মানবিক উন্নয়নে কাজ করার মাধ্যমে।
শিক্ষার প্রসারে সর্বদা কাজ করবো।কোমলমতি শিশুসহ সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে নিজের সংগঠন ‘সাফিয়া ফাউন্ডেশন ফর এডুকেশনাল ডেভেলপমেন্ট’ এর মাধ্যমে। দীর্ঘদিন যাবৎ সমাজের কাজে নিজেকে কিছুটা বিলিয়ে দেয়ার ইচ্ছা নিয়ে বসেছিলাম। কিন্তু কিভাবে কাজটি শুরু করবো বুঝতে পারছিলাম না। কারো সহযোগিতাও পাচ্ছিলাম না। অবশেষে আমার স্বামী সাগরের সহযোগিতায় আল্লাহর নামে শুরু করলাম। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের শিক্ষা উপকরণ খাতা কলম, খেলার সরঞ্জামাদি বিতরণসহ দুপুরের খাবার পরিবেশন করলাম। স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয় সকলকে ধন্যবাদ আমাদের উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য।