দর্পণ ডেস্ক : মার্কিন অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে যোগ দেন। আর এতে করে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন তিনি।

ডেকান ক্রনিকেলের প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে যোগ দেয়ার মাত্র ৫ ঘণ্টা ১৬ মিনিটের ব্যবধানে তার অনুসারীর সংখ্যা হয়ে যায় ১ মিলিয়ন! এর মধ্য দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এই স্বল্প সময়ের কোনো তারকাকে অনুসরণ করার ঘটনা আগে কখনো শোনা যায়নি।

সম্প্রতি এক অনুষ্ঠানে এ বিষয়ে মুখ খোলেন তিনি। সেখানেই এ তথ্য জানান ৪৯ বছর বয়সী এ তারকা। গত ১৫ অক্টোবর ইনস্টাগ্রামে যোগ দেন ‘ফ্রেন্ডস’ খ্যাত এ তারকা। প্রথম পোস্ট হিসেবে ফ্রেন্ডস-এর বন্ধুদের সঙ্গে নেয়া একটি সেলফি ও ভিডিও শেয়ার করেন জেনিফার অ্যানিস্টন।

গত রোববার রাত পর্যন্ত তার অনুসারীর সংখ্যা দাঁড়ায় ১৭.১ মিলিয়ন। এ নিয়ে উচ্ছ্বসিত প্রকাশ করে অ্যানিস্টন বলেন, এটা একটা অকল্পনীয় বিষয়!