দর্পণ ডেস্ক : রোমাঞ্চকর জয়ে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে নাম লেখালো চট্টগ্রাম আবাহনী। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে গোকুলাম কেরালা এফসিকে ৩-২ গোলে হারায় ২০১৫ সালের চ্যাম্পিয়নরা।

ম্যাচে দুই দফা পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম আবাহনী। এরপর অতিরিক্ত সময়ের গোলে নিশ্চিত হয় রোমাঞ্চকর জয়। ২০১৫ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০১৭ সালে দ্বিতীয় আসরে সেমিফাইনাল থেকে বাদ পড়েছিল চট্টগ্রাম আবাহনী। ৪৬ ও ৮৯তম মিনিটে গোল করে চট্টগ্রাম আবাহনীর নায়ক আইভরি কোস্টের মিডফিল্ডার চার্লস দিদিয়ের। আরেকটি গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। ১০৫তম মিনিটে হেড থেকে গোল করে আবাহনীকে ফাইনালের টিকিট এনে দেন চিনেদু।

আজ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে মালয়েশিয়ার টেরেঙ্গানু এফসি মোকাবিলা করবে ভারতের আরেক ক্লাব মোহনবাগানের। ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।