অনলাইন ডেস্ক : সুইডিস ইউটিউবার পিউ দি পি-র সঙ্গে এবার বাকযুদ্ধে জড়ালেন বলিউড নির্মাতা একতা কাপুর। ভারতীয় ‘ডেইলি সোপ’ অর্থাৎ মেগা সিরিয়ালকে কটাক্ষ করাতেই পিউ দি পি-কে আক্রমণ করলেন একতা।

সম্প্রতি একতা কাপুরের ডেইলি ‘কসম সে’ নিয়ে সোশ্যাল সাইটে কটাক্ষ করেন সুইডিস ইউটিউবার। ভারতীয় মেগা সিরিয়ালের এ কী অবস্থা বলেও কটাক্ষ করেন তিনি।

সেই সঙ্গে ‘ইউ ইন্ডিয়া ইউ লস’ বলেও ভারতীয় মেগা সিরিয়ালকে কটাক্ষ করা শুরু করেন ওই ব্যক্তি। যা প্রকাশ্যে আসার পরই বিষয়টি নিয়ে মুখ খোলেন জিতেন্দ্র কন্যা। বিষয়টি নিয়ে রীতিমতো বাকযুদ্ধ তৈরি হয়।