গোফরান পলাশ, পটুয়াখালী: ’পুলিশের সঙ্গে কাজ করি,
মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের
ন্যায় পটুয়াখালীতেও নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে কমিউনিটি
পুলিশিং ডে ২০১৯।  বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা
আওয়ামীলীগের সভাপতি ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য মোঃ শাহজাহান মিয়া।


পরে পুলিশ লাইন থেকে পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে এক বর্নাঢ্য র‌্যালী
বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিশু একাডেমি
মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। এসপি মইনুল হাসানের সভাপতিত্বে
শিশু একাডেমিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী-১ আসনের সাংসদ
আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া, মহিলা সংরক্ষিত আসনের এমপি কানিজ
সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান খলিললুর রহমান মোহন, জেলা প্রশাসক
মতিউল ইসলাম চৌধুরী, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান
গোলাম সরোয়ার, শ্রমিকলীগ নেতা এ্যাড. হাফিজুর রহমান, ছাত্রলীগ সম্পাদক
ওমর ফারুক ভূঁইয়া প্রমূখ।

অনুষ্ঠানে পুলিশিং ডে উপলক্ষ্যে আয়োজিত
চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।