দর্পণ ডেস্ক : বৃহস্পতিবার প্রকাশিত ফিফার নতুন র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। ১৮৭ থেকে ১৮৪ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। উন্নতি হয়েছে আর্জেন্টিনারও। একধাপ এগিয়ে লাতিন আমেরিকার দেশটি ৯ নম্বরে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রয়েছে আগের তৃতীয় স্থানেই।
বিশ্বকাপ বাছাইয়ে দারুণ সময় পার করছে বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বাছাইয়ে কাতারের বিপক্ষে লড়াই করে হার মানতে হয় জামাল ভূঁইয়াদের। তবে ঘরের মাঠে ম্যাচে পাওয়া আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের মাঠ থেকে ফিরেছে ১-১ গোলের ড্র নিয়ে।
সল্ট লেকের ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে গোল হজম করলে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।
এই অর্জনও অবশ্য বাংলাদেশের জন্য কম প্রাপ্তি নন। মাঠের লড়াইয়ে আত্মবিশ্বাস জোগানোর সঙ্গে ফিফা র্যাংকিংয়েও নিজেদের জায়গার উন্নতি হয়েছে জেরি ডে’র দলের। উন্নতির ধারা ধরে রেখে তিন ধাপ এগিয়েছে তারা।
বাংলাদেশের উন্নতির বিপরীতে অবনতি হয়েছে ভারতের। কলকাতার ম্যাচের ড্রয়ের পর দুই ধাপ পিছিয়ে এখন তারা রয়েছে ১০৬ নম্বরে।
সেরা দশের প্রথম চারে কোনও পরিবর্তন নেই। শীর্ষে থাকা বেলজিয়ামের পর রয়েছে যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল ও ইংল্যান্ড। একধাপ এগিয়ে উরুগুয়ে পঞ্চম স্থানে, আর একধাপ পিছিয়ে পর্তুগালের অবস্থান ছয়ে।
সপ্তম ও অষ্টম স্থানে থাকা ক্রোয়োশিয়া ও স্পেনের পরই আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দারুণ পারফরম্যান্সে একধাপ এগিয়েছে আলবিসেলেস্তেরা। দশ নম্বরে রয়েছে কলম্বিয়া। ফিফা ডটকম