দর্পণ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিষধর সাপ উপহার দেয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তানি এই গায়িকা এবং অভিনেত্রী।গত মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি এই হুমকি দিয়েছিলেন।
এ ঘটনায় লাহোরের একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানার পাশাপাশি তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এবার নিজেকে কাশ্মীরের মেয়ে আখ্যা দিয়ে মোদিকে হিটলারের সঙ্গে তুলনা করে আত্মঘাতি হামলার হুমকি দিলেন এই পাকিস্তানি তারকা। ইয়াহু নিউজ
সম্প্রতি সুইসাইড ভেস্ট পরা একটি ছবি টুইটারে পোস্ট করলে তা ভাইরাল হয়। নতুন করে সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে অবশ্য ওই ছবি মুছে ফেলেন রবি। ভারতীয় নেটিজেনরা এই কার্যকলাপকে হাস্যকর আখ্যা দিয়ে বলেন, এমন কাণ্ডজ্ঞানহীনভাবে ছবি পোস্ট করে তিনি পাকিস্তানের ভাবমূর্তিই ক্ষুন্ন করছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর পাকিস্তান সরকারের পাশাপাশি মোদি সরকারের সমালোচনায় মুখর হন শোয়েব আক্তারসহ পাকিস্তানি অন্য তারকারাও। রবি পীরজাদাও এর ব্যতিক্রম নন। তবে তার প্রতিবাদের ধরন এবং ভাষা নিয়ে খোদ নিজ দেশেই সমালোচনার মুখে পড়েন এই গায়িকা ও অভিনেত্রী।