দর্পণ ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল তাদের ভাগ্য। গ্যালাতাসারাইয়ের বিপক্ষে জয় না পেলে নকআউট পর্ব নিশ্চিত করা কঠিন হয়ে যেত। তার ওপর দুই ম্যাচের একটিতেও ছিল না কোনো জয়! তৃতীয় ম্যাচে এসে স্বস্তির জয় নিয়ে মাঠে ছেড়েছে ১৩বারের চ্যাম্পিয়নরা। গ্যালাতাসারাইকে তারা হারিয়েছে ১-০ গোলে।

ম্যাচের ১৮তম মিনিটে একমাত্র গোলটি করেছেন টনি ক্রোস। এডেন হ্যাজার্ডের কাছ থেকে পাওয়া বল থেকে গোলটি করেন তিনি। গ্রুপের প্রথম জয়ের ফলে গ্রুপ ‘এ’ তে দ্বিতীয় স্থানে উঠলো রিয়াল। তবে শীর্ষে থাকা প্যারিস সেন্ত জার্মেই থেকে ৫ পয়েন্ট কম।

জিদানের দল গ্যারেথ বেল আর লুকা মদরিচকে ছাড়াই খেলতে নেমেছিল। গ্যালাতাসারাইও প্রাণভোমরা স্ট্রাইকার ফ্যালকাওকে পায়নি। রিয়ালের তাতেও সমস্যা হয়নি। নিজের ১০০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচটা জয়ে রাঙিয়ে নিলেন ক্রোস।