দর্পণ ডেস্ক : পিএসজি চ্যাম্পিয়নস লিগের চলতি আসরে দুর্দান্ত শুরু করেছে। নেইমার এখনও খেলতে পারেননি। এমবাপ্পেও শুরুতে ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন। তবে পিএসজি ছিল চেনা ছন্দে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচেও জয় পেয়েছে তারা। এমবাপ্পের দারুণ হ্যাটট্রিকে ক্লাব ব্রুজকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে প্যারিসের দলটি। শেষ ষোলো নিশ্চিত করার খুবই কাছে পৌছে গেছে।
প্রথমার্ধের ৭ মিনিটে আর্জেন্টিনা স্ট্রাইকার মাউরো ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। ডি মারিয়ার সহায়তায় করা ওই এক গোলের লিড নিয়েই প্রথমার্ধে শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধের সাত মিনিটে পেরুলে বদলি হিসেবে মাঠে নামেন কোচ টমাস টাখেলের অন্যতম অস্ত্র এমবাপ্পে। বাকিটা সময় নিজের করে নেন তিনি।
ম্যাচের ৬১ মিনিটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এরপর ৬৩ মিনিটে মাউরো ইকার্দিকে দিয়ে গোল করার ফ্রান্সের তরুণ তারকা। পিএসজি এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচের ৭৯ ও ৮৩ মিনিটে গোল করে চ্যাম্পিয়নস লিগে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ‘কিলার’ কিলিয়ান এমবাপ্পে।