দর্পণ ডেস্ক : দুটির বেশি সন্তান হলে আসাম সরকার আর সরকারি চাকরি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিজেপিশাসিত আসামের মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভারতের ২৮ রাজ্যের মধ্যে শুধু আসামেই এ নীতির চল শুরু হবে বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী ২০২১ সাল থেকে আসামে কোনো সরকারি চাকরি তাদের দেয়া হবে না, যাদের দুটির বেশি সন্তান রয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, নতুন জমি নীতির সাপেক্ষে নেয়া সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্তটি উঠে এসেছে। মন্ত্রিসভায় ঠিক করা হয়, যারা জমিহীন, তাদের ৩ বিঘা জমি দেয়া হবে। আর আধাবিঘা জমি দেয়া হবে তাদের বাড়ি তৈরির জন্য।

আসামে ‘ছোট পরিবার’ সম্পর্কে জনস্বার্থে একাধিক বার্তা দেয়া হয়েছে। আর সেই বার্তা মেনেই এমন পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আসামে এনআরসির পর থেকে এই নতুন পদক্ষেপ ঘিরেও চাঞ্চল্য শুরু হয়েছে।