দর্পণ ডেস্ক : ‘যুক্তরাষ্ট্র আমার সন্তানের ডিএনএ চুরি করেছে’। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের মামলায় সোমবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় অ্যাসাঞ্জকে।

আদলতে ওয়াশিংটন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র তার সন্তানের ডিএনএ চুরি করেছে।’ গার্ডিয়ান। আদালতে অ্যাসাঞ্জের আইনজীবীরা পূর্ণাঙ্গ শুনানি শুরু স্থগিত রেখে প্রমাণ উপস্থাপনে আরও সময় চান।

তবে আদালতের পক্ষ থেকে শুনানি বিলম্বিত করতে অস্বীকৃতি জানানো হয়। বিচারক জানান, আগামী বছরের ফেব্রয়ারি মাসের শেষ সপ্তাহে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ শুনানি শুরু হবে।

এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন অ্যাসাঞ্জের আইনজীবীরা। বিচারক অ্যাসাঞ্জের কাছে আদালতের ঘটনাক্রম বুঝতে পেরেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যিই না। আমি ভালো করে চিন্তাও করতে পারি না। আমি বুঝতে পারছি না এটা কিভাবে যুক্তিসঙ্গত হয়।’