সাইফুল্লাহ নাসির, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী- পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া হোসাইনপুর খানকায়ের দক্ষিন পাশে যশোর থেকে কুয়াকাটা উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাসে (নাইট কোচ) ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতরা গাড়ী চালককে মারধর করে যাত্রীদের সর্বস্ব নিয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থ পরিদর্শন।
পুলিশ ও যাত্রী সূত্রে জানাগেছে, রবিবার বিকেলে যশোর থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে আসা বিআরটিসি বাস (ঢাকা মেট্রো- ব-১৫৫৬৭৯) রাত ২টা ৩০ মিনিটে আমতলী- কুয়াকাটা মহাসড়কের আমড়াগাছিয়ায় পৌছলে রাস্তার মাঝখানে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে বাসটি ধীর গতিতে চালাতে থাকে। এ সুযোগে হঠাৎ ৭/৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র (দা, রামদা, ছেনা, বগী) নিয়ে বাসের মধ্যে প্রবেশ করে। চালককে বাস থামাতে বললে চালক বাস না থামিয়ে চালাতে থাকেন। এ সময় ডাকাত দল চালক বশির হাওলাদারকে অস্ত্র ঠেকিয়ে গাড়ী থামিয়ে চাবি নিয়ে যায়। সকল যাত্রীকে জিম্মি করে যাত্রীদের কাছ থেকে নগদ টাকাসহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশে তল্লাশী চালায়। কাউকে গ্রেফতার করতে পারেনি।
সোমবার বেলা ১১টায় বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ তোফায়েল হোসেন ও আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
যাত্রী শাহিদা আক্তার রুবী জানান, আমি পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ঘুরতে যাচ্ছিলাম। ডাকাতরা আমার সবকিছু নিয়ে গেছে। আমার সাথে থাকা পাসপোর্টটি পর্যন্ত নিয়ে গেছে। যাত্রী আবুল কামাল বলেন, ডাকাতরা আমাকে ভয় দেখিয়ে আমার সাথে থাকা নগদ ১৮ হাজার টাকা নিয়ে গেছে।বাসের সুপারভাইজার জাকির হোসেন জানান, আমার কাছে বাসযাত্রীদের ভাড়া টাকাসহ প্রায় ২০ হাজার ছিল। সব টাকা ডাকাত দল নিয়ে গেছে।
বাস চালক মোঃ বশির হাওলাদার বলেন, ৭/৮ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র (দা, রামদা, ছেনা, বগী) নিয়ে বাসের মধ্যে প্রবেশ করে আমাকে মেরে বাস থামিয়ে যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে।
এ ব্যাপারে বাস যাত্রী উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের আবুল কালাম বাদী হয়ে অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, ঘটনা শুনে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আশে পাশে তল্লাশী চালানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত এ ঘটনার সাথে যারা জড়িত তাদের গ্রেফতার করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।