দর্পণ ডেস্ক : লেবাননে বসবাসরত প্রবাসীদের দেশটিতে চলমান সরকারবিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ না করার জন্যও অনুরোধ করা হয়েছে।
রোববার লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক বার্তায় এই অনুরোধ করা হয়।
দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কিছুসংখ্যক অতি উৎসাহী প্রবাসী বাংলাদেশি লেবাননের চলমান সরকারবিরোধী নাগরিক আন্দোলনে অংশগ্রহণ করছে। কেবল অংশগ্রহণই নয়, তারা বিভিন্ন টেলিভিশনে এ বিষয়ে বক্তব্যও রাখছেন। একজন বিদেশি কর্মী হিসেবে এটা কোনো ক্রমেই কাম্য নয়। এতে লেবাননে কর্মরত বাংলাদেশি কর্মীদের ওপর বিরূপ প্রভাবসহ ভবিষ্যতে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়ার ওপর প্রচণ্ড বিরূপ প্রভাব পড়তে পারে। এ অবস্থায় লেবাননে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের এ ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ চলছে।