দর্পণ ডেস্ক : পাকিস্তানের লাহোরে একটি মসজিদে যুক্তরাজ্যের ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন কোরআন তিলাওয়াত শুনেছেন। বুধবার পাকিস্তানের সফরের তৃতীয় দিনে তাদেরকে সেখানে দেখা যায়।

পাকিস্তানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছে, লাহরে অবস্থিত বাদশাহী মসজিদের ভেতরে প্রবেশ করেন। তারপর ভেতরে বসে মনযোগী ছাত্রের মতো কোরাআন তিলওয়াত শোনেন। তাদের সেই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।

ব্রিটিশ রাজপরিবারের এই দম্পতি লাহোরের বাদশাহী মসজিদে গেলে সেখানকার ইমাম তাদের স্বাগত জানান। তারপর তাদেরকে ভেতরে নিয়ে যান তিনি। ভেতরে যাওয়ার পর মেঝেতে বসে ইমামের কোরআন তিলওয়াত শোনেন তারা।

রাজবধূ কেট মিডলটন যখন প্রিন্স উইলিয়াম ও ইমামের সঙ্গে মসজিদের ভেতরে প্রবশে করেন এবং কোরআন তিলওয়াত শোনেন তখন পাকিস্তানের নারীদের মতো তার মাথা ওড়না দিয়ে ঢাকা ছিল। লাহোরের বাদশাহী মসজিদে ২৮ বছর আগে এসেছিলেন প্রিন্স উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা।

১৯৯১ সালে পাকিস্তানের এই মসজিদটি পরিদর্শনকালে প্রিন্সেস ডায়ানা সালোয়ার-কামিজ ও মাথায় কালো রঙের স্কার্ফ পরেছিলেন। নিজেকে যেন সেভাবেই সাজিয়ে নিতে চেয়েছিলেন তার পুত্রবধূ কেট মিডলটন। স্ত্রীর সঙ্গে পোশাকের সামঞ্জস্য রেখে প্রিন্স উইলিয়াম পরেছিলেন আকর্ষণীয় শেরওয়ানি।