দর্পণ ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলের নাঙ্গারহার প্রদেশে একটি মসজিদে জুমার নামাজের সময় বোমা হামলায় ৬২ মুসল্লি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মুসল্লি।
শুক্রবার প্রদেশের রাজধানী জালালাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে হাকসা মিনা জেলার ওই মসজিদে বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।
আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিস্ফোরণের সময় মসজিদে ৩৫০ জনের মতো মুসল্লি ছিলেন।
এ হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।
প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি সংবাদমাধ্যমকে বলেন, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ। নিহত সবাই মুসল্লি।
গত বৃহস্পতিবার জাতিসংঘ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ‘নজিরবিহীন’ বেসামরিক লোক নিহত অথবা আহত হয়েছেন।